মাননীয় প্রধানমন্ত্রী গত ০৮ জুন, ২০২০খ্রি. তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রতি বছর ২৭ ফেব্রুয়ারী তারিখে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা করেছেন। এ বছর দেশে ৪র্থ বারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হবে। ২০২৪ সালের পরিসংখ্যান দিবসের মুল প্রতিপাদ্য বিষয় “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৪খ্রি. তারিখ রোজ মঙ্গলবার বেলা ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এঁর সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এবং সভাপতিত্ব করবেন জনাব মোঃ সাকিব-আল-রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ। উক্ত আলোচনা সভায় আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস