Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কি সেবা কীভাবে পাবেন
বিস্তারিত

আমাদের প্রকাশনা ও সেবা (Publication & Services):

১. দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন,বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ।

২. প্রতি দশ বৎসর অন্তর (১) আদম শুমারী(২) কৃষি শুমারী এবং (৩) অর্থনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ।

৩. মোট দেশজ উৎপাদন(GDP)প্রবিদ্ধির হার সহ অন্যান্য সমষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicator) যথা সঞ্চয়,বিনিয়োগ,ভোগ,মাথাপিছু আয় ইত্যাদি নিরুপণ ও প্রকাশ।

৪. ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রার ব্যবহৃত খাদ্য ও খাদ্য বর্হিভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসূচক(CPI)নিরুপন ও প্রকাশ।

৫. শিশু পুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ,সংকলন ও প্রকাশ।

৬. মহিলাদের উন্নয়ন ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরুপনের জন্য Gender Statistics প্রস্তুত ও প্রকাশ।

 

আমাদের গ্রহক/সেবাগ্রহণকারী (Users):

১.সরকারী/বেসরকারী সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা।

২.নীতি নির্ধারক,পরিকল্পনবিদ,গবেষক ও শিক্ষক/শিক্ষার্থী।