Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিবিএসের অর্জনসমূহ

বিবিএস এর অর্জন সমূহ

  • পরিসংখ্যান আইন-২০১৩ প্রণয়ন

দেশের সামগ্রিক ও সমন্বিত উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ঠ পরিকল্পনা গ্রহন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক ও সময়োপযোগী পরিসংখ্যান পরিকল্পনা প্রনয়নের পূর্বশর্ত। এতদিন যাবত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের জন্য কোন নির্দিষ্ট বিধিমালা বা আইন ছিলনা। পরিসংখ্যান বিষয়ে বিভ্রান্তি দুরীকরন ও দৈততা পরিহার বিষয়ক সমস্যা সমাধানকল্পে ৯ম জাতীয় সংসদের ১৬ তম অধিবেশনে ২৭ ফেব্রুয়ারী ২০১৩ তারিখে বিলটি পাশ হয় এবং ০৩ মার্চ ২০১৩ তারিখে ২০১৩ সনের ১২ নং আইন হিসেবে গেজেট প্রজ্ঞাপন জারী করা হয়।

  • পরিসংখ্যান আইনের বিষয়ে বিধিমালা ও নীতিমালা প্রনয়ণ

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের নেতৃত্বে কয়েকটি আন্ত:মন্ত্রণালয় সভার মাধ্যমে পরিসংখ্যান আইন-২০১৩ এর আওতায় পরিসংখ্যান ব্যুরো ব্যতীত অন্যান্য সংস্থা কর্তৃক পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ সম্পর্কিত বিধিমালা ও নীতিমালার প্রনয়ণ সম্পন্ন করা হয়েছে।

  • জেলা গেজেটিয়ার প্রনয়ণ
  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সাথে  a2i  কর্মসূচীর MoU সম্পাদন
  • অডিট সেল গঠন
  • গ্লোবাল ই-ইনডিসেস র‌্যাংকিং সংক্রান্ত কমিটি গঠন ও কার্যক্রম
  • জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে নৈতিকতা কমিটি গঠন
  • এডিটর’স ফোরাম গঠন
  • Bangladesh Institute of Development Studies (BIDS) UNICEF, Department of Agriculture Extension (DAE), Institute of Statistical Research and Training (ISRT) প্রভৃতি সংস্থার সাথে অংশীদারিত্বমূলক কার্যক্রম পরিচালনা করা
  • জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রার গঠন
  • অতি দরিদ্র জনগোষ্ঠীর তালিকা প্রনয়ণ